অভিনব উপায়ে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন কেএফসি’র

বিশ্ব ব্রেইল দিবস উদযাপনের জন্য কেএফসি ইন্ডিয়া তাদের রেস্টুর‍্যান্টগুলিতে ব্রেইল-ভিত্তিক মেনু চালু করল। এই মেনুর ডিজাইন করা হয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড-এর (ইন্ডিয়া) সহযোগিতায়। এগুলি দৃষ্টিহীন গ্রাহকদের অর্ডার দেওয়ার ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে।

প্রথম পর্যায়ে এইরকম ব্রেইল মেনু দেখা যাবে কেএফসি’র দিল্লি, মুম্বই, কলকাতা ও বেঙ্গালুরুর রেস্টুর‍্যান্টগুলিতে। এই নতুন ধরণের মেনু দেশের পাঁচশতাধিক রেস্টুর‍্যান্টে পাওয়া যাবে খুব শীঘ্রই।কেএফসি ক্ষমতা কর্মসূচির অঙ্গ হিসেবে গত সেপ্টেম্বর মাসে ‘স্পেশাল কেএফসি’ রেস্টুর‍্যান্টগুলিতে ‘ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজেজ’ উদযাপন করা হয়েছিল।

 উল্লেখ্য, গতবছর কেএফসি ব্র্যান্ডের পক্ষ থেকে ‘কেএফসি ক্ষমতা’ উদ্যোগ শুরু করা হয়েছিল। এর উদ্দেশ্য – ২০২৪ সাল নাগাদ কেএফসি রেস্টুর‍্যান্টগুলিতে মহিলা কর্মীর সংখ্যা দ্বিগুণ করা এবং মূক-বধির কর্মী-চালিত ‘স্পেশাল কেএফসি’র সংখ্যা দ্বিগুণ করা। এছাড়াও, সম্প্রতি ইন্ডিয়ান ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ান ডিফ ক্রিকেট টিমগুলির প্রতি সাপোর্ট ও স্পন্সরশিপের কথা ঘোষণা করা হয়েছে কেএফসির’র তরফ থেকে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *