তরুণ শিল্পীদের তুলিতে কেএফসি’র #বাকেটক্যানভাস

কেএফসি ইন্ডিয়া তাদের ৬০০ রেস্টুরেন্টের  মাইলস্টোন স্পর্শ করে শুরু করেছে #কেএফসিবাকেটক্যানভাস ক্যাম্পেন (#KFCBucketCanvas campaign)। এই ক্যাম্পেন দেশের তরুণ শিল্পীদের একত্রিত করেছে, যারা একসঙ্গে আইকনিক কেএফসি বাকেটকে #কেএফসিবাকেটক্যানভাস-এ রূপান্তরিত করেছেন। #কেএফসিবাকেটক্যানভাস-এ কেএফসি’র উপস্থিত থাকা প্রতিটি শহরের জন্য বিশেষ ডিজাইন তৈরি করা হয়েছে।

 সংশ্লিষ্ট শহরের আর্ট, আর্কিটেকচার ও কালচারাল এলিমেন্টগুলি থেকে প্রেরণা নিয়ে ১৫০টি লিমিটেড এডিশন ডিজাইন তৈরি হয়েছে, যেগুলি বিভিন্ন রেস্টুরেন্টে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। রেস্টুরেন্টে গেলেই কেএফসি ভক্তরা সেগুলি দেখতে পারবেন। শিল্পীরা বিভিন্ন শহরে ঘুরে সেসব স্থানের ল্যান্ডমার্ক, অলিগলি, খাবার, মানুষজন, ভাষা ও সংস্কৃতি লক্ষ্য করেছেন এবং সেই শহরের নাড়ি পরখ করেছেন। তারপর সেগুলি তারা তুলির টানে ফুটিয়ে তুলেছেন কেএফসি বাকেটে।

কেএফসি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার মোকেশ চোপরা জানান, এ এক আশ্চর্য ভ্রমণ। ১৫০টিরও বেশি শহরে কেএফসি উপস্থিত রয়েছে ৬০০টি রেস্টুরেন্ট নিয়ে। এবার কেএফসি বাকেটে সেইসব শহরের অভিনব ছবি ফুটিয়ে তুলেছেন তরুণ শিল্পীরা।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *