কলকাতায় চারদিনের বইমেলার আয়োজন করেছে ‘কিতাব লাভার্স’

কলকাতায় একটি চারদিনের বইমেলার আয়োজন করেছে ‘কিতাব লাভার্স’। স্বল্পমূল্যে বই বিক্রয়ের জন্য কিতাব লাভার্স সুপরিচিত। বইমেলা শুরু হচ্ছে ২৫ মে থেকে। কলকাতার বালিগঞ্জে গড়িয়াহাট রোডের ডেভার টেরেসে সিঙ্ঘি প্যালেসে এই বইমেলা হবে ২৮ মে পর্যন্ত। বইমেলায় বিভিন্ন ধরণের ১০ লক্ষেরও বেশি নতুন ও পূর্বপ্রকাশিত বই থাকবে।

কিতাব লাভার্সের বইমেলার বিশেষত্ব হল, এখানে ‘লোড দ্য বক্স’ নামের একটি মজাদার ব্যবস্থা থাকবে। মেলায় আগত গ্রাহকরা এককালীন মূল্যে একটি বাক্স কিনে নিতে পারবেন ও তাতে যত ধরবে তত বই ভরে নিতে পারবেন। বাক্সগুলি তিনটি সাইজে পাওয়া যাবে – দাম ১১৯৯ টাকা থেকে ২৯৯৯ টাকা।

২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে কিতাব লাভার্স এপর্যন্ত দেশের ২০টি শহরে ৫০টিরও বেশি বইমেলা করেছে। ‘লোড দ্য বক্স’ ক্যাম্পেনের মাধ্যমে কিতাব লাভার্সের লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যে আরও বেশিসংখ্যক মানুষকে বই পড়ার সুযোগ করে দেওয়া। বইমেলায় নানারকম প্রতিযোগিতার ব্যবস্থাও থাকবে। পুরস্কার হিসেবে বিনামূল্যে বইয়ের বাক্স ও ডিসকাউন্ট ভাউচার দেওয়া হবে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *