নিরাপদ ব্যাঙ্কিং অনুশীলনের বিষয়ে সচেতনতা ছড়ায় কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। এটি কোটাক ব্যাঙ্কের একটি সচেতনতামূলক অভিযান। উল্লেখ্য, দেশব্যাপী গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ব্যাঙ্কিং পরিষেবা সুনিশ্চিত করতে চলতি বছরে রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই এই সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে।
বিভিন্ন রাজ্যের গ্রাহকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা এবং সেমিনার আকারে গ্রাউন্ড অ্যাক্টিভেশনের আয়োজন করেছে কোটাক মহিন্দ্রা। এছাড়া নিরাপদ ব্যাঙ্কিং পরিষেবার জন্য ইমেল, ওয়েবসাইট, এটিএম স্ক্রিন কিভাবে ব্যবহার করতে হয় সে ব্যাপারে কর্মশালা ও সেমিনারের মাধ্যমে গ্রাহকদের তথ্য সরবরাহ করে কোটাক মহিন্দ্রা।
জুস জ্যাকিং, কার্ড স্কিমিং, ফিশিং, ভিশিং এবং লটারি স্কিমের মতো জালিয়াতি সম্পর্কেও অংশগ্রহণকারীদের প্রয়োজনীয়ও তথ্য সরবরাহ করে কোটাক।বিরাট দিওয়ানজি, গ্রুপ প্রেসিডেন্ট এবং হেড বিরাট দিওয়ানজি বলেন, গ্রাহক সচেতনতার বিষয়ে আরবিআই-এর উদ্যোগে অবদান রাখার সুযোগ পেয়ে আমরা গর্বিত।