দুর্গা পুজোয় কোয়ালিটির ড্রোন শো

কলকাতা ও তার মানুষজনকে দুর্গাপুজো যেভাবে একত্রিত করে তোলে, তা আর কোনও কিছু পারে না। এই উৎসবকে স্মরণীয় করে রাখতে কোয়ালিটি ওয়ালস নিয়ে এসেছে বাংলার নিজস্ব মিষ্টির স্বাদে-গন্ধে ভরা লিমিটেড-এডিশন ‘নলেন গুড় কাপ’। শুধুমাত্র পশ্চিমবঙ্গে লঞ্চ করা এই নলেন গুড় কাপ হল কলকাতার সংস্কৃতি ও খাদ্যের ইতিহাসের প্রতি কোয়ালিটির শ্রদ্ধাঞ্জলী।

উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে কলকাতায় এই প্রথম কোয়ালিটি ওয়ালস ৫০০টি ড্রোন নিয়ে এক ‘ড্রোন, লাইট অ্যান্ড মিউজিক শো’র আয়োজন করতে চলেছে। এই শো-এর মাধ্যমে উদযাপন করা হবে বাংলার সংস্কৃতি ও কোয়ালিটি ওয়ালসের পক্ষ থেকে আনা নতুন মিষ্টি্র আবির্ভাব। একটি বিশেষ সাঙ্গীতিক অনুষ্ঠানও আয়োজিত হবে এই উপলক্ষে।

উল্লেখ্য, এবছরের প্রথম দিকে দুর্গা পুজোকে ইউনেসকো’র পক্ষ থেকে এশিয়ার প্রথম উৎসব হিসেবে ‘ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার এই প্রথম কলকাতা এক উৎসবকালীন ড্রোন শো’র সাক্ষী থাকবে। বাগবাজার থেকে এই শো সোস্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম করা হবে ১ অক্টোবর রাত ৯-৩০ থেকে, যা সকলের হৃদয় জয় করে নেবে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *