কমোড বিক্রি লাল্টুর! প্রকাশ্যে হামি ২-র মজাদার টিজার

চলতি বছরের ফ্রেন্ডশিপ ডে-তে মুক্তি পেয়েছিল হামি টুয়ের  প্রথম পোস্টার। আর পঞ্চমীতে উইন্ডোজ প্রোকাডশনের তরফে প্রথম টিজারেই মাত দিল হামি টু। উৎসবের মুহূর্তে বাংলা ছবির দর্শককে বিশেষ উপহার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের।

 রামধনুতে ওষুধের দোকানের মালিকের চরিত্রে দেখা গিয়েছিল লাল্টু বিশ্বাসকে। হামি টু-তে লালটু দত্ত হয়ে বিশ্বাস ফার্নিচারের মালিক হিসাবে ফিরছেন শিবপ্রসাদ মুখোপধ্যায়। হামির দ্বিতীয় ভাগে আসবাসপত্র ব্যবসায়ী হয়ে দর্শকের মনোরঞ্জন করতে কতটা সফল হবে লালটু দত্ত সেই উত্তর মিলবে আগামী ১৬ ডিসেম্বর।

কমোডে বসে প্রাতক্রিয়া সারলে একজন মানুষ কতটা আরাম পেতে পারেন সেই বিষয়ে পরামর্শও দেবেন বিশ্বাস ফার্নিচারের মালিক লালটু দত্ত। সুন্দর করে ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়ে কমোড তো বিক্রি করে দিলেন, কিন্তু, তারপর? হামির সিক্যোয়ল হামি টু-র টিজার মুক্তির পরই হাস্য কৌতুকে ভরপুর এই ছবি দেখার জন্য কউন্টডাউন শুরু করে দিয়েছেন বাঙালি দর্শক। সঙ্গে রয়েছেন তাঁর অর্ধাঙ্গিনী মিতালি অর্থাৎ টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায় চৌধুরী।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *