প্রয়াত পামেলা চোপড়া, শোকের ছায়া অভিনয় জগতে

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া 20 এপ্রিল বৃহস্পতিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাতৃহারা হন পরিচালক আদিত্য চোপড়া ও অভিনেতা উদয় চোপড়া। মৃত্যুর সময় তার বয়স ছিল 85 বছর। ডাঃ প্রহ্লাদ প্রভুদেসাই সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ তিনি মারা গেছেন। ১৫ দিন ধরে লীলাবতী হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন তিনি। তার নিউমোনিয়া হয়েছিল।’
পামেলা তার প্রয়াত স্বামীকে তার জীবদ্দশায় নানাভাবে সাহায্য করেছেন। বেশ কিছু সিনেমায় কখনো লেখক, কখনো কস্টিউম ডিজাইনার কিংবা কখনো গায়ক হিসেবে সিনেমার টাইটেল কার্ডে তার নাম উঠে এসেছে। তার কিছু বিখ্যাত গানের মধ্যে রয়েছে চাঁদনীর ‘মায়া সসুরাল নাহি জাউঙ্গি’ এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ‘ঘর আজা পরদেশি’, যেখানে তিনি মনপ্রীত কৌরের সাথে কৃতিত্ব ভাগ করেছেন।
পামেলা, যশ চোপড়ার 1976 সালের কাভি কাভি সিনেমার গল্পও লিখেছেন। তিনি 1981 সালের সিলসিলা সিনেমার ডিজাইনার ছিলেন। যশ চোপড়া তাঁর দেওয়া বেশ কয়েকটি সাক্ষাত্কারে ‘যশ রাজ ফিল্মস’-এর অন্যতম ভিত্তি হিসাবে স্ত্রী পামেলাকে নামকরণ করেছিলেন। বিয়ের পর থেকে তিনি ভারতীয় সিনেমা জগতে তার স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।

পিটিআই-এর সাথে সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, রানী মুখার্জীকে তার শাশুড়ি সম্পর্কে বলতে শোনা গিয়েছিল, “আমি সত্যিই বিশ্বাস করি যে পাম আন্টির (পামেলা চোপড়া) প্রভাবের কারণেই তিনি চলচ্চিত্রে মেয়েদের এত সুন্দরভাবে চিত্রিত করেছেন। তিনি কীভাবে তার নায়িকাদের পর্দায় এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তা আমাকে অবাক করে দিত। এবং গোপনে সবসময় ‘যশ চোপড়ার নায়িকা’ হতে চেয়েছিলেন।”

By Priyanka Bhowmick

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *