‘রাম সেতু’ নিয়ে আইনি জটিলতায় অক্ষয় কুমার। ‘রাম সেতু’ টিমকে আইনি চিঠি পাঠালেন বিজেপি নেতা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই আর সেইমতোই অক্ষয় কুমার ও টিম ‘রাম সেতু’কে আইনি নোটিশ ছবিতে ‘তথ্য বিকৃত’ করা হয়েছে, এমন অভিযোগ এনেছেন বর্ষীয়ান বিজেপি নেতা।
টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী জানান, ভুল তথ্য পরিবেশন এবং ছবিতে প্রকৃত সত্য বিকৃত করার অভিযোগ উঠেছে ‘রাম সেতু’ টিমের বিরুদ্ধে। অভিজ্ঞ রাজনীতিবিদ টুইট করেন, ‘মুম্বইয়ের সিনেমায় একটা খারাপ স্বভাব ভুল এবং অনুপযুক্ত তথ্য পরিবেশন। অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ ছবি পরিচালনাক অভিষেক শর্মা। এই ছবির দায়িত্বে রয়েছে অক্ষয়ের সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’, আমাজন প্রাইম ভিডিয়ো, আবুদান্তিয়া এন্টারটেনমেন্ট এবং লাইকা প্রোডাকশন।
এই ছবিতে যাতে কোনও ভুল তথ্য পরিবেশিত না হয়, তার জন্য ছবির চিত্রনাট্য যাতে সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টির সমাধান দাবি করেন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি জানিয়েছেন, পাশাপাশি ছবি মুক্তির আগে যেন নির্মাতারা ‘রাম সেতু’ ছবিতে সুব্রহ্মণ্যম স্বামীকে দেখানোর ব্যবস্থা করেন।