‘লাল সিং চাড্ডা’ ও ‘সাবাশ মিঠু’-র বিরুদ্ধে জারি আইনি নোটিস

‘লাল সিং চাড্ডা’ ও –সাবাশ মীঠূ’ এই দুটি ছবির বিরুদ্ধে অভিযোগ করেছেন ডা. সতেন্দ্র সিং, তিনি হলেন ডক্টরস উইথ ডিসাবিলিটিসের অন্যতম প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি সেই অভিযোগের ভিত্তিতে জারি হওয়া আইনি নোটিসের কপি শেয়ার করেছেন সংবাদমাধ্যমে। যদিও সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।  

বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না আমির খানের ছবি লাল সিং চাড্ডা-র। একের পর এক বিতর্কে জড়াচ্ছে এই ছবি। কখনও বয়কটের ডাক কখনও আবার শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ধর্মীয় প্ররোচনার অভিযোগে বিদ্ধ হয়েছে এই ছবি। সম্প্রতি এই ছবির নামে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। এবার কমিশনার ফর পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি কোর্টে দায়ের হয়েছে একটি অভিযোগ। যেখানে দাবি করা হয়েছে যে, ‘লাল সিং চাড্ডা’ ও  ‘সাবাশ মিঠু’ ছবিতে বিশেষভাবে সক্ষম মানুষদের ব্যঙ্গ করা হয়েছে।

এই দুটি ছবির বিরুদ্ধে অভিযোগ করেছেন ডা. সতেন্দ্র সিং, তিনি ৭০ শতাংশ লোকোমোটোর ডিসঅ্যাবিলিটিতে ভুগছেন। সম্প্রতি তিনি সেই অভিযোগের ভিত্তিতে জারি হওয়া আইনি নোটিসের কপি শেয়ার করেছেন সংবাদমাধ্যমে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *