লিভস্পেস ৮০টি শহরে প্রসারণের পরিকল্পনা ঘোষণা করল। এই ৮০টি শহরের মধ্যে রয়েছে ভারতের ৬০টি ও এশিয়া প্যাসিফিকের ২০টি শহর। লিভস্পেস হল ভারত ও সাউথইস্ট এশিয়ার বৃহত্তম হোম ইন্টেরিয়র ও রেনোভেশন প্লাটফর্ম। লিভস্পেস অতিদ্রুত তাদের ব্যবসা বৃদ্ধির জন্য ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে স্থির করেছে।
বর্তমানে সংগঠিত হোম ইন্টেরিয়র সেক্টরে ৬৫ শতাংশ মার্কেট শেয়ার সম্পন্ন লিভস্পেস আগামী ১৮ মাসে ১৫০টি ডিজাইন এক্সপিরিয়েন্স সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এই প্রসারণের ফলে ইন্দোর, সুরাট, লক্ষ্ণৌ, মাইসোর ও অন্যান্য শহরের মডিউলার সলিউশনের চাহিদা মেটাতে সক্ষম হবে লিভস্পেস। দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মুম্বই, আহ্মেদাবাদ, জয়পুর, কোচি ইত্যাদি মেট্রো ও নন-মেট্রো শহরগুলিতে বর্তমানে থাকা ২৫টির অধিক স্টোরের পরিপূরক হবে নতুন সেন্টারগুলি। সেইসঙ্গে, দেশের ১০০০-এরও বেশি নতুন ডিজাইন আঁত্রেপ্রিনিউরকে সঙ্গে নেওয়ার চেষ্টাও করছে লিভস্পেস, যার ফলে তাদের পক্ষে ডিজাইন স্টুডিয়ো ওনারদের একটি কমিউনিটি গড়ে তোলা সম্ভব হবে। এই কমিউনিটির মাধ্যমে কোম্পানির ইন্ডাস্ট্রি বেস্ট টেকনোলজি প্লাটফর্ম, ডিজিটাল সাপ্লাই চেন ও এক ট্রাস্টেড ব্র্যান্ড ব্যবহার করা যাবে, যা তাদের ব্যবসাবৃদ্ধি করতে সাহায্য করবে।