ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক হাওয়ায় পোস্টটি মুছে দেন লাকি আলি

হিন্দু আবেগে আঘাত হানার অভিযোগ লাকি আলির বিরুদ্ধে। ক্ষমা চাইতে হল শিল্পী লাকি আলিকে। ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক। বিতর্ক শুরু হতে বিতর্কিত পোস্টটি মুছেও দেন শিল্পী।  কিন্তু তাতেই বিতর্ক থামেনি। লাগাতার আক্রমণ, হুমকির মুখে পড়তে হয় শিল্পীকে। তার জেরেই শেষ মেশ ক্ষমা চেয়ে নিলেন তিনি। যদিও গোটা ঘটনা নিয়ে বাড়াবাড়িই হয়েছে বলে মত লাকির অনুরাগীদের। তবে সেই বিতর্কে যেতে নারাজ শিল্পী নিজে।

কয়েক দিন আগে ফেসবুকে একটি লেখা পোস্ট করেন লাকি, যাতে বলা হয়, ‘ব্রাহ্মণ’ নামটির উৎপত্তি  ‘ব্রহ্ম’ থেকে, যা আসলে এসেছে ‘অ্যাব্রাম’ থেকে…অ্যাব্রাহাম বা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে সেটি…ব্রাহ্মণরা আসলে ইব্রাহিম আলাইহিসলামের বংশধর…সব রাষ্ট্রের পিতা…তাই কার্যকারণ বিবেচনা না করে এ নিয়ে এত তর্ক-বিতর্ক এবং লড়াই কেন?…’ক্ষমাপ্রার্থনা করে দীর্ঘ পোস্টে লাকি লেখেন, ‘আমার পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলে দেখলাম। সকলকে একসুতোয় বাঁধতে চেয়েছিলাম। কিন্তু বুঝতে পারছি, আমি যা চেয়েছিলাম, যে ভাবে চেয়েছিলাম, তা হয়নি। কী লিখব, কী ভাবে লিখব, এ বার থেকে আরও সতর্ক থাকব। কারণ আমার হিন্দু ভাইবোনেরা আহত হয়েছেন দেখছি। তার জন্য অত্যন্ত দুঃখিত। আপনাদের সকলকে ভালবাসি আমি…’।

অভিনেতা মেহবুবের ছেলে লাকি। হিন্দি ভাষায় গান গায় যাঁরা, সেই সব শিল্পীদের মধ্যে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। বহু দশক ধরে সঙ্গীতচর্চা করেন। তাঁর গলার আওয়াজ শুনেই নস্ট্যালজিয়া শুরু হয় বহু মানুষের। লাকি হাত পাকিয়েছেন অভিনয়েও। তবে বেশ কয়েক বছর ধরেই প্রচারের আলো থেকে দূরে লাকি। তবে দেশে-বিদেশে অজস্র অনুষ্ঠান করে বেড়ান। 

By sonali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *