একবছরেই এমস্টক-এর পেইড ইউজার ১.৮ লক্ষ

ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস গ্রুপ মিরা অ্যাসেট-এর (Mirae Asset) অনলাইন রিটেল স্টক ব্রোকিং প্লাটফর্ম এমস্টক (m.Stock) একবছর পূর্ণ করল। বর্তমানে তাদের পেইড ইউজার্সের সংখ্যা ১.৮ লক্ষ। ‘জিরো ব্রোকারেজ অ্যাক্রশ প্রোডাক্টস ফর লাইফ’ প্রাইসিং মডেলের জন্যই এই সাফল্য। মাত্র একবার ৯৯৯ টাকা দিয়ে এই প্ল্যানে যোগ দেওয়া যায়। ট্রেডিংয়ের ক্ষেত্রে এমস্টকের জনপ্রিয়তার প্রমাণ হল তাদের অ্যাক্টিভ ক্লায়েন্ট রেশিয়ো ৭১%, সম্পাদিত ট্রেড ৮.৯ কোটিরও বেশি ও একবছরেই ৭১ লক্ষেরও অধিক অ্যাপ ডাউনলোড।

এমস্টকের মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি’র (ইমার্জিন) বুক সাইজ ১৮০ কোটি টাকারও বেশি। মাত্র ৯ মাস আগে লঞ্চ হওয়া ইমার্জিন ৮০% অবধি ফান্ডিংয়ের সুবিধা দেয়, যার শুরু বছরে ৬.৯৯%, অর্থাৎ ইন্ডাস্ট্রির অন্যতম ‘লোয়েস্ট ইন্টারেস্ট রেট’। এমস্টক জানাচ্ছে, তাদের ১.৮ লক্ষ পেইড ইউজার্সের মধ্যে ৫০% সাধারন মানুষ।

কাস্টমারদের ৮০ শতাংশের বেশি এসেছেন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট ও মধ্যপ্রদেশের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলি থেকে। ব্রোকারেজ ফী ছাড়াই ট্রেডিংয়ের সুবিধার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে কোম্পানির তরফে আগামী ২৪ মাসের মধ্যে তাদের ফ্ল্যাগশিপ ব্রোকারেজ প্ল্যানে (জিরো ব্রোকারেজ ফর লাইফ @ ৯৯৯ টাকা) আরও ১০ লক্ষ ইউজার যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *