লঞ্চ হল মার্স রিগলির মেড ইন ইন্ডিয়া ফর ইন্ডিয়া গ্যালাক্সি চকলেট

বিশ্বের শীর্ষস্থানীয় চকলেট প্রস্তুতকারী সংস্থা মার্স রিগলির একটি গ্লোবাল আইকনিক ব্র্যান্ড হল গ্যালাক্সি চকলেট। ভারতীয় গ্রাহকদের জন্য এই গ্যালাক্সি চকলেট এখন থেকে ভারতেই তৈরি করতে চলছে সংস্থাটি। উল্লেখ্য, ভারতে তৈরি হওয়া মার্স রিগলির প্রথম চকোলেট ব্র্যান্ড হল স্নিকারস। এই লঞ্চের সাথেই গ্যালাক্সি, মার্স রিগলির পোর্টফোলিও-র দ্বিতীয় চকলেট ব্র্যান্ড হয়ে উঠল যা স্থানীয়ভাবে ভারতে তৈরি করা হবে।

পুনের চকোলেট কারখানায় গ্যালাক্সি চকলেট তৈরি করবে সংস্থাটি। গ্যালাক্সির যাত্রা শুরু হয় ১৯৬০ সালে। তারপর থেকেই চকলেট খাওয়ার অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চলেছে গ্যালাক্সি। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্যালাক্সি ভারতীয় গ্রাহকদের জন্য সিগনেচার রেসিপি এনেছে – গ্যালাক্সির স্মুথ মিল্ক এবং ক্রিস্পি রেঞ্জ যথাক্রমে ১০ টাকা ২০ টাকায় পাওয়া যাবে। এই বিষয়ে ভারতে মার্স রিগলির জেনারেল ম্যানেজার কল্পেশ আর পারমার বলেন, মেড ইন ইন্ডিয়া ফর ইন্ডিয়া-র মাধ্যমে ভারতীয় গ্রাহকদের জন্য গ্যালাক্সির সিগনেচার চকোলেট রেসিপি লঞ্চ করতে পেরে আমরা গর্বিত।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *