মাহিন্দ্রা আর্থমাস্টার ব্যাকহো লোডার ও মাহিন্দ্রা রোডমাস্টার মোটর গ্রেডার – মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের মাহিন্দ্রা কনস্ট্রাকশন ইকুইপমেন্ট (এমসিই) নিয়ে এলো নতুন বিএস-৪ বিধিসম্মত এই নতুন রেঞ্জের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। ক্রেতাদের ইন্ডাস্ট্রির সবথেকে কম রক্ষনাবেক্ষণ ব্যয়বিশিষ্ট কনস্ট্রাকশন ইকুইপমেন্ট প্রদান করাই এমসিই’র বিএস-৪ রেঞ্জের উদ্দেশ্য।
মাহিন্দ্রা ট্রাক-অ্যান্ড-বাস অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্টের বিজনেস হেড জলজ গুপ্তা জানান, মাহিন্দ্রা’র নতুন বিএস-৪ বিধিসম্মত কনস্ট্রাকশন ইকুইপমেন্টগুলি গ্রাহকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ভারতেই ডিজাইন করে শক্তপোক্তভাবে নির্মিত। এগুলি গ্রাহকদের হাতে তুলে দিতে পেরে তারা আনন্দিত। উল্লেখ্য, ২০১১ সাল থেকে মাহিন্দ্রা কনস্ট্রাকশন ইকুপমেন্ট (এমসিই) ভারতের গ্রাহকদের জন্য তাদের প্রয়োজন অনুসারে নানারকম মেশিন ডিজাইন ও নির্মাণ করে আসছে।