‘এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান’ নামে একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প নিয়ে এসেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা’র ফার্ম ইকুইপমেন্ট সেক্টর। কৃষকরা বর্তমান কঠিন পরিস্থিতিতে এই উদ্যোগের ফলে উপকৃত হবেন। এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান পাওয়া যাবে ২০২১-এর মে মাসে ক্রয় করা মাহিন্দ্রার সকল রেঞ্জের ট্রাক্টরের ওপরে। মাহিন্দ্রা’র এম-প্রোটেক্ট কোভিড প্ল্যানের উদ্দেশ্য হল নতুন মাহিন্দ্রা ট্রাক্টর ক্রেতা ও তাদের পরিবার-পরিজনকে কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে সহায়তা প্রদান করা।
তিন দশক ধরে মাহিন্দ্রা ভারতের ১ নম্বর ট্রাক্টর ব্র্যান্ড এবং বিশ্বের বৃহত্তম ট্রাক্টর নির্মাতা। মাহিন্দ্রা ৫০টিরও বেশি দেশে উপস্থিত এবং তাদের মান এমন উচ্চতায় পৌঁছে দিতে পেরেছে যে একইসঙ্গে ডেমিং অ্যাওয়ার্ড ও জাপানিজ কোয়ালিটি মেডাল জয়ের গৌরব অর্জন করেছে।
এম-প্রোটেক্ট কোভিড প্ল্যানের আওতায় গ্রাহকরা পাবেন: (ক) এক লক্ষ টাকার কোভিড মেডিক্লেম পলিসি, (খ) কোভিড-১৯ চিকিৎসার ব্যয় বহনের জন্য প্রি-অ্যাপ্রুভড লোনের মাধ্যমে আর্থিক সহায়তা ও (গ) প্রাণহানির ক্ষেত্রে মাহিন্দ্রা লোন সুরক্ষা প্রকল্পের আওতায় গ্রাহকদের লোনের ইন্স্যুরেন্স।