জ্বালানী সাশ্রয় হার্ভেস্টার স্বরাজ প্রো-কম্বাইন

ধান অর্থাৎ চাল পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য। সেই কথা মাথায় রেখে ধান চাষের সুবিধার জন্য মহিন্দ্রা বাজারে আনল নতুন স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ ট্র্যাক হার্ভেস্টার। শুধু ধানই নয়, এই নতুন ট্র্যাক হার্ভেস্টারের মাধ্যমে সয়াবিনের ফসলও কাটা-মাড়াই করা যাবে। উল্লেখ্য, ফসলের গুণগত মান বজায় রেখে কম সময়ে বেশি ফসল কাটতে সাহায্য করবে।

৭২এইচপি @ ২৩০০ আরপিএম ইঞ্জিন ব্যবহারের ফলে,স্বরাজ প্রো-কম্বাইন ট্র্যাক হার্ভেস্টার যে কোন প্রাকৃতিক পরিবেশে কাজ করতে সক্ষম। এছাড়া শক্তিশালী গিয়ার বক্স এবং উচ্চ টর্কে জলবাহী মোটর এই স্বরাজ প্রো কম্বাইন হার্ভেস্টারকে কৃষি কাজের বিশেষত ধানচাষের বিশেষ উপযোগী করে তুলেছে।

স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ লঞ্চ করতে আমরা খুশি। আমাদের এই নতুন ট্র্যাক হার্ভেস্টারটি কম খরচে, ফসলের গুণগত মান বজায় রেখে অধিক ফসল কাটতে সক্ষম। পশ্চিমবঙ্গে স্বরাজের বিস্তৃত খুচরা ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে এই নতুন ট্র্যাক হার্ভেস্টার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *