আরএসবিএসএল শর্ট ফিল্মসের ‘ম্যান উওম্যান ম্যান উওম্যান’

মোটলে মুভিজ ও ট্রিগার প্রোডাকশন্সের সহযোগিতায় রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মস তাদের নতুন স্বল্পদৈর্ঘের ছবি ‘ম্যান উওম্যান ম্যান উওম্যান’ রিলিজের কথা ঘোষণা করল। ছবিটির কাহিনীকার ও পরিচালক হলেন প্রখ্যাত অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা নাসিরুদ্দিন শাহ্। ২৬ মিনিটের এই ছবিটি হল দুই প্রজন্মের ব্যাপ্তিতে গড়ে ওঠা এক অভিনব প্রেম ও সখ্যতার কাহিনী। এতে অভিনয় করেছেন রত্না পাঠক শাহ্, তরুণ ধনরাজগির, সাবা আজাদ ও বিক্রম শাহ্।

‘ম্যান উওম্যান ম্যান উওম্যান’ প্রসঙ্গে অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা নাসিরুদ্দিন শাহ্ বলেন, তিনি রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মসের সঙ্গে মিলে তার নতুন ছবি ‘ম্যান উওম্যান ম্যান উওম্যান’ রিলিজ করতে পেরে খুবই আনন্দিত বোধ করছেন। এ হল এক শর্তহীন ভালবাসার গল্প।

‘ম্যান উওম্যান ম্যান উওম্যান’ ছবিটির প্রিমিয়ার কেবলমাত্র রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *