মারুতি সুজুকি সুপার ক্যারির রেকর্ড মাইলস্টোন

৪-সিলিন্ডার ইঞ্জিন-যুক্ত ভারতের একমাত্র মিনি-ট্রাক মারুতি সুজুকি সুপার ক্যারি সম্প্রতি বিক্রয়ের এক রেকর্ড মাইলস্টোন স্পর্শ করেছে। ভারতের সর্বাধিক পাওয়ারফুল মিনি-ট্রাক মারুতি সুজুকি সুপার ক্যারি লঞ্চের পর থেকে মাত্র ৫ বছরে ১০০,০০০ ইউনিট বিক্রয়ে সক্ষম হয়েছে।  সুপার ক্যারি বিক্রয় হয় দেশের ২৩৭টি শহরে মারুতি সুজুকির ৩৩৫টি কমার্সিয়াল আউটলেটের মাধ্যমে।

এই কমার্সিয়াল চ্যানেলের পেছনে রয়েছে দেশব্যাপী মারুতি সুজুকির ৩৮০০টিরও বেশি সার্ভিস সেন্টারের নেটওয়ার্ক।কমার্সিয়াল সেগমেন্টে মারুতি সুজুকির প্রবেশ ২০১৬ সালে সুপার ক্যারি’কে সঙ্গে নিয়ে। স্বল্প সময়েই বেস্ট-ইন-সেগমেন্ট পাওয়ার, এক্সেলেন্ট মাইলেজ, ইজি মেইনটেন্যান্স, কমফর্ট ও এনহ্যান্সড স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে তা গ্রাহকদের প্রশংসা অর্জন করে।

‘এফিসিয়েন্ট গুডস ক্যারিয়ার’ হিসেবে সুপার ক্যারি কমার্সিয়াল গ্রাহকদের সবরকম চাহিদা পূরণে সক্ষম। এই ভেহিকেল পাওয়া যায় দুইটি অপশনে – পেট্রল ও সিএনজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *