মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল (পূর্বভারতের বৃহত্তম প্রাইভেট হসপিটাল চেইন) অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক নজির সৃষ্টি করল পূর্বভারতে। কলকাতায় তারাই প্রথম সাফল্যের সঙ্গে ফুসফুস প্রতিস্থাপন করেছে।
মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে কোভিড-১৯ রোগী দীপক হালদারের ‘ডাবল লাঙ্ ট্রান্সপ্ল্যান্ট’ সম্পন্ন হয়েছে গত ২০ সেপ্টেম্বর। তিনি দীর্ঘদিন এসিএমও সাপোর্টে ছিলেন। মেডিকার কার্ডিয়াক সার্জারি অ্যান্ড কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার টিম সাত ঘন্টা ধরে অপারেশন চালায়। কলকাতার দীপক হালদার (৪৬) ‘সিভিয়ার কোভিড নিউমোনিয়া’য় আক্রান্ত ছিলেন। তাঁকে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছিল গত ৯ জুন। ৯০ দিনেরও বেশি এসিএমও সাপোর্টে রেখেও তার অবস্থার উন্নতি হয়নি। এরপর তার নাম নথিভুক্ত করা হয় ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (নটো) ও রিজিয়োনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনে (রটো)। নটো’র মাধ্যমে প্রয়োজনীয় ফুসফুস সংগৃহিত হয় গুজরাটের সুরাটের ইউনাইটেড গ্রীন হসপিটাল থেকে। এরপর সেই ফুসফুস আকাশপথে কলকাতায় নিয়ে আসা হয় প্রতিস্থাপনের জন্য।
প্রথম ফুসফুস প্রতিস্থাপনের এই অপারেশন বাংলার পক্ষে এক সাফল্যের নিদর্শন – একথা উল্লেখ করে মেডিকা গ্রুপ অফ হসপিটালসের চেয়ারম্যান ও চেয়ার এফআইসিসিআই হেলথ সার্ভিসেস কমিটি, ডাঃ অলোক রায় বলেন, এই প্রতিস্থাপনের ঘটনা এই রাজ্যকে জাতীয় মানচিত্রে স্থাপন করল।