এমজি মোটরের নতুন গাড়ি – জেডএস ইভি

দুইটি ভেরিয়েন্টে (এক্সাইট ও এক্সক্লুসিভ) এমজি মোটর ইন্ডিয়া তাদের নতুন গাড়ি ‘জেডএস ইভি’ লঞ্চ করল। এই গাড়িতে রয়েছে গ্লোবালি সার্টিফায়েড লার্জেস্ট-ইন-সেগমেন্ট ও অ্যাডভান্সড টেকনোলজির ৫০.৩ কেডব্লুএইচ ব্যাটারি, যা আটটি স্পেশাল সেফটি টেস্টে উত্তীর্ণ। এক্সক্লুসিভ ভেরিয়েন্টের বুকিং আরম্ভ হলেও এক্সাইটের বুকিং আরম্ভ হবে াগামী জুলাই মাস থেকে।

চারটি এক্সটেরিয়র কলারে ‘জেডএস ইভি’ গাড়িটি পাওয়া যাবে (ফেরিস হোয়াইট, কারেন্ট রেড, অ্যাশেন সিলভার ও সেবল ব্ল্যাক)। এই গাড়িটির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য – চমকপ্রদ এক্সটেরিয়র ডিজাইন এলিমেন্টস, কমফর্টেবল ও প্রিমিয়াম ইন্টেরিয়র, ফার্স্ট-ইন-সেগমেন্ট ফিচার্স – যেমন ডুয়াল পেন প্যানোরামিক স্কাইরুফ, ডিজিটাল ব্লুটুথ কী, রিয়ার ড্রাইভ অ্যাসিস্ট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৭৫+ কানেক্টেড কার ফিচার্স-সহ আই-স্মার্ট, হিল ডিসেন্ট কন্ট্রোল ইত্যাদি। জেডএস ইভি’তে সর্বাধিক সুরক্ষার জন্য ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হিল ডিসেন্ট কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ও ইলেক্ট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল রয়েছে, যাতে মসৃণ ও নিয়ন্ত্রিত ড্রাইভ সম্ভব হয়।

এছাড়া, জেডএস ইভি’র সঙ্গে রয়েছে আনলিমিটেড কিলোমিটারের ফ্রি-অফ-চার্জ ৫-বছর মেয়াদী ওয়ারেন্টি। ব্যাটারি প্যাক সিস্টেমের জন্য রয়েছে ৮-বছর/ ১.৫ লক্ষ কিমি ওয়ারেন্টি, ৫-বছরের রাউন্ড-দ্য-ক্লক রোডসাইড অ্যাসিস্ট্যান্স এবং ৫টি লেবার-ফ্রি সার্ভিসের ব্যবস্থা। প্রাইভেট কাস্টমারদের জন্য জেডএস ইভি’তে সুরক্ষার জন্য রয়েছে এমজি ই-শিল্ড।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *