মিন্ডা কর্পোরেশনের উল্লেখযোগ্য আয়বৃদ্ধি ঘটেছে

গত ৩১ মার্চে সমাপ্ত চতুর্থ ত্রৈমাসিক ও পূর্ণবর্ষের আর্থিক ফলাফল ঘোষণা করল স্পার্ক মিন্ডা’র ফ্ল্যাগশিপ কোম্পানি মিন্ডা কর্পোরেশন লিমিটেড (Minda Corporation Limited)। বৃদ্ধির ধারা অব্যাহত রেখে কোম্পানি ‘ইন্ডাস্ট্রি গ্রোথ’-এর থেকে বেশি সফলতা প্রদর্শন করেছে। এপর্যন্ত টানা ১১টি ত্রৈমাসিকের ইবিআইটিডিএ (EBITDA) মার্জিন ছিল ‘ডাবল ডিজিট’।

ফলাফল প্রসঙ্গে চেয়ারম্যান ও গ্রুপ সিইও অশোক মিন্ডা জানান, ২০২২-২৩ অর্থবর্ষে মিন্ডা কর্পোরেশন রেভিন্যু অর্জনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটিয়েছে। এইসময়কালে ডাবল-ডিজিট ইবিআইটিডিএ মার্জিন-সহ লক্ষ্যণীয় ৪৫% ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি ঘটেছে। এই সাফল্যের পেছনে রয়েছে কোম্পানির ‘স্ট্রং প্রোডাক্ট পোর্টফোলিয়ো’ ও বৃদ্ধিশীল ‘কাস্টমার বেস’। শেয়ারহোল্ডারদের জন্য ‘বোর্ড অব ডিরেক্টর্স’ ফেস ভ্যালু’র ওপর ৪০% ফাইনাল ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে, অর্থাৎ ইকুইটি শেয়ারপিছু ০.৮০ টাকা। এরফলে সারাবছরে ডিভিডেন্ড হবে ৬০% অর্থাৎ প্রতিটি ইকুইটি শেয়ারে ১.২০ টাকা।

উল্লেখ্য, বিগত ত্রৈমাসিকে টেকনোলজির দিকে নজর দিয়ে কোম্পানি ২০টি পেটেন্ট জমা দিয়েছে, যার ফলে মোট পেটেন্টের সংখ্যা দাঁড়াবে ২৫০-এরও বেশি। Hopscotch Raises $20 Million Led by Amazon to further grow its marquee kids

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *