মিশন আইসিইউ উত্তর-পূর্বে ২০০টি আইসিইউ শয্যা স্থাপন করেছে

মিশন আইসিইউ-এর অন্তর্গত ক্রিপ্টো রিলিফ ও কান্তার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং SAMRIDH Health initiative-এর সহযোগিতায় সম্প্রতি  মিজোরামের চম্পাই জেলা হাসপাতালে একটি অত্যাধুনিক  ১০শয্যার আইসিইউ সুবিধা চালু হয়েছে।  এর পাশাপাশি, মিশন  আইসিইউ জেলা হাসপাতাল লুংলেইতেও ১০শয্যার আইসিইউ চালু করেছে। 

যার ফলে আইসিইউ শয্যার সংখ্যা ৫ থেকে বেড়ে ১৫ হয়ে যাওয়ায়  চিকিৎসা পরিসেবাও ২০০% বৃদ্ধি পেয়েছে। আইসিইউ পরিষেবার উদ্বোধন করেন প্রধান অতিথি তথা মিজোরাম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বোর্ডের ভাইস চেয়ারম্যান ডাঃ জেড আর থিয়ামসাঙ্গা। 

বিধায়ক ডাঃ জেড আর থিয়ামসাঙ্গা বলেন,  মিশন আইসিইউ কে চিরকাল চম্পাইয়ের মানুষের মনে রাখবে। মিয়ানমার সীমান্ত ভারতের গ্রামীণ-প্রত্যন্ত অঞ্চলে মিশন আইসিইউ-র এই অবদান সত্যিই উল্লেখযোগ্য।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *