ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে ২ লক্ষের বেশি পার্টনার

ক্রমেই এগিয়া আসছে উৎসবের মরশুম ও বহুপ্রতীক্ষিত বিগ বিলিয়ন ডেজ। ঠিক তার আগে ফ্লিপকার্টের কিরানা ডেলিভারি প্রোগ্রামে আরও এক লক্ষ কিরানা পার্টনার যোগ হল, ফলে ভারতে তাদের কিরানা পার্টনারের সংখ্যা দুই লক্ষ অতিক্রম করল। কিরানা ডেলিভারি প্রোগ্রাম মজবুত হওয়ার ফলে দেশের মেট্রো, টিয়ার ২ ও টিয়ার ৩ শহর, এমনকি গ্রামীণ এলাকার গ্রাহকরা তাদের পণ্য আরও তাড়াতাড়ি ডেলিভারি পাবেন এবং সেইসঙ্গে কিরানা পার্টনারদের আয় বৃদ্ধি পাবে।

উৎসবের মরশুম যতই এগিয়ে আসছে, ততই কিরানা পার্টনারদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাডুতে। পুদুচ্চেরি এবং জম্মু ও কাশ্মীরেও বৃদ্ধি পাচ্ছে পার্টনারদের সংখ্যা। উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও দ্রুতহারে পার্টনারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ত্রিপুরা, সিকিম ও অরুণাচল প্রদেশে কিরানা পার্টনারদের সংখ্যা প্রায় ১৫০০০, যা ২০২০ সালের থেকে ৫ গুণ বেশি।

২০১৯ সালে চালু হওয়া ফ্লিপকার্টের কিরানা ডেলিভারি প্রোগ্রামে স্থানীয় দোকান বা কিরানাগুলিকে ডেলিভারি পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে কিরানাগুলির বাড়তি আয়ের সুযোগও সৃষ্টি হয়। এবছর ফ্লিপকার্ট কিরানা পার্টনারদের জন্য অতিরিক্ত উৎসাহভাতা চালু করেছে, যেমন গ্যারান্টীড পেমেন্ট ও বোনাস, রেফারেল ইনসেন্টিভ, ৫ লক্ষ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, ইত্যাদি।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *