মোটোরোলার ‘মোটো ই১৩’ স্মার্টফোনে লুপ্তপ্রায় ভাষা

ই-সিরিজে মোটোরোলা নিয়ে এলো নতুন স্মার্টফোন ‘মোটো ই১৩’। ১৫ ফেব্রুয়ারি থেকে এই ফোনটি পাওয়া যাবে ফ্লিপকার্ট ও মোটোরোলা-ডট-ইন থেকে। এছাড়াও পাওয়া যাবে দেশব্যাপী ছড়িয়ে থাকা জেএমডি স্টোর্স ও এমজেএস স্টোর্স থেকে।

অ্যান্ড্রয়েড-১৩ চালিত ‘মোটো ই১৩’ স্মার্টফোনটি ভারতের লুপ্তপ্রায় ভাষা কাংরি ও কুভি ভাষাতেও ব্যবহারযোগ্য। ‘মোটো ই১৩’ স্মার্টফোনটি এসেছে দুইটি ভেরিয়েন্টে: ২জিবি+৬৪জিবি (৬৯৯৯ টাকা) ও ৪জিবি+৬৪জিবি (৭৯৯৯ টাকা)। ‘মোটো ই১৩’ পাওয়া যাবে তিনটি রঙে – কসমিক ব্ল্যাক, অরোরা গ্রিন ও ক্রিমি হোয়াইট।

‘মোটো ই১৩’ স্মার্টফোনে রয়েছে ৩৬ ঘন্টা চলার মতো শক্তিশালী ৫০০০এমএএইচ ব্যাটারি, ইউনিসক টি৬০৬ অক্টা-কোর প্রসেসর, ২/৪জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ, ৬.৫” আইপিএস এলসিডি ডিসপ্লে স্ক্রিন, ডলবি আটমস অডিয়ো, ইউএসবি টাইপ-সি ২.০ কানেক্টর, ব্লুটুথ ৫.০৩ ওয়্যারলেস টেকনোলজি, আইপি৫২ ওয়াটার-রেপেল্যান্ট ডিজাইন, ১৩এমপি এআই-পাওয়ার্ড ক্যামেরা সিস্টেম, ৫এমপি ফ্রন্ট ক্যামেরা। ‘মোটো ই১৩’ ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই (৫গিগাহার্টজ ও ২.৪গিগাহার্টজ) ব্যবহারে সক্ষম, ৮.৪৭মিমি পুরু ও ১৭৯.৫গ্রাম ওজন বিশিষ্ট। এরসঙ্গে রয়েছে ১০ওয়াট চার্জার ও ২X২ ‘মিমো’।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *