MSDE, সরকার ইউনিসেফের সাথে সহযোগিতা করে

ভবিষ্যতে ভারতীয় যুব সম্প্রদায়ের  কর্মসংস্থান যাতে সহজ হয় অর্থাৎ ভারতীয় যুবকদের কাজের জন্য যাতে কোন বড় ধরণের চ্যালেঞ্জর সম্মুখীন হতে না হয় সেই কথা মাথায় রেখেই UNICEF-YuWaah-এর সাথে প্রোগ্রাম ডকুমেন্ট ২০২৩-২০২৭-এর অধীন পার্টনারশিপ করল  ভারত  সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক / MSDE।

এই পার্টনারশিপের মাধ্যমে উভয় সংস্থাই তাদের দক্ষতা, স্কিলিং, গাইডেন্স ও সাপোর্টের মাধ্যমে যুব সম্প্রদায়কে ২১ শতকের কর্ম জগতের জন্য উপযোগী করে তুলবে। যাতে ভবিষ্যতে তাদের কাজ পেতে অসুবিধা না হয়।  UNICEF-YuWaah-র পার্টনারশিপের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন MSDE-র সেক্রেটারি অতুল কুমার তিওয়ারি।

MSDE এবং UNICEF উভয়ই ২১ শতকের অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের শিক্ষানবিশ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিসেফ-এর একটি মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম হল YuWaah। যা বিশ্বব্যাপী জেনারেশন আনলিমিটেড নামে পরিচিত এবং যার লক্ষ্য হল উৎপাদনশীল কাজে দেশের যুব সম্প্রদায়কে বিশেষ ভাবে প্রশিক্ষিত করা। ২০১৯ সাল থেকে ভারতীয় যুব সম্প্রদায়কে আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে MSDE-র সাথে কাজ করে চলছে YuWaah ।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *