টাটা ট্রাস্টসের ৭টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে সাতটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেছেন। রাজ্যে এরকম আরও সাতটি কেন্দ্র গড়ার জন্য তিনি ভিত্তিপ্রস্তর স্থাপণ করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আসামের রাজ্যপাল প্রফেসর জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল, জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী কেশব মহান্ত, কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম ও কর্মসংস্থান দফতরের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি এবং টাটা ট্রাস্টসের চেয়ারম্যান রতন এন টাটা।

আসাম সরকারের সহযোগিতায় টাটা ট্রাস্টস আসামে মাল্টি-লেভেল ক্যান্সার কেয়ার নেটওয়ার্ক স্থাপণ করতে পারায় সন্তোষ প্রকাশ করেন রতন এন টাটা। সারা দেশে এই প্রকল্প পথনির্দেশ করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রধানমন্ত্রীর উদ্বোধন করা সাতটি হাসপাতাল স্থাপিত হয়েছে ডিব্রুগড়, বরপেটা, কোকরাঝাড়, লখিমপুর, দরঙ, জোরহাট ও তেজপুরে। শীঘ্রই আরও তিনটি হাসপাতাল চালু হবে গুয়াহাটি, শিলচর ও দিফুতে। পরবর্তী পর্যায়ে সাতটি হাসপাতাল স্থাপণ করা হবে শিবসাগর, গোয়ালপাড়া, গোলাঘাট, তিনসুকিয়া, ধুবড়ি, নগাঁও ও নলবাড়ি জেলায়।

টাটা ট্রাস্টসের মাল্টি-লেভেল ক্যান্সার কেয়ার মডেল রূপায়ণ ও পরিচালনার দায়িত্ত্বে রয়েছে আসাম সরকার ও টাটা ট্রাস্টসের যোথ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন’। ২০১৭ সাল থেকে টাটা ট্রাস্টস দেশের ছয়টি রাজ্যে ২০টিরও বেশি হাসপাতাল চালাচ্ছে তাদের ‘ডিস্ট্রিবিউটেড ক্যান্সার কেয়ার মডেল’-এর মাধ্যমে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *