১৬ সেপ্টেম্বর পালিত হবে জাতীয় সিনেমা দিবস। আর এই বিশেষ দিনে দেশের যেকোনও প্রান্তে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পাবেন, তাও মাত্র ৭৫ টাকায়। গোটা দেশে প্রায় ৪ হাজার প্রেক্ষাগৃহে ৭৫ টাকায় সিনেমা দেখার ব্য়বস্থা থাকবে। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে সম্প্রতি একথা ঘোষণা করা হয়েছে। লকডাউন পরবর্তী সময়ে আবারও সিনেমাহলগুলি খোলায় এবং সাফল্যের সঙ্গে যাত্রা শুরু হওয়ায় মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লকডাউন এবং পরবর্তী সময় হলে গিয়ে সিনেমা দেখার থেকে বহু মানুষ বেশি OTT মুখী হয়ে পড়েছে। তবে জাতীয় সিনেমা দিবসে হল মালিকগুলির এই সিদ্ধান্ত আবারও সিনেমাপ্রেমীদের হলমুখী করে তুলতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।
মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে লকডাউন পরবর্তী সময়ের শুরুদিকে হলে ভাটা পড়লেও ধীরে ধীরে আবারও কিছু সিনেমা মানুষকে হলমুখী করে তুলেছে। যার জন্য অবদান রয়েছে কেজিএফ: চ্য়াপ্টার ২, RRR, বিক্রম, ভুলভুলাইয়া-২, এবং হলিউডের Doctor Strange in the Multiverse of Madness-এর মতো ছবি।