জাতীয় পুষ্টি মাস উপলক্ষে আয়োডাইজড নুনের প্রয়োজনীয়তায় গুরুত্ব আরোপ

মার্চ মাসে জাতীয় পুষ্টি মাস উদযাপনের প্রেক্ষাপটে আয়োডাইজড নুনের গুরুত্ব ফের উঠে এসেছে আলোচনায়। ‘লুকিয়ে থাকা খিদে’ বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব ভারতের বহু মানুষের স্বাস্থ্য সমস্যার মূল।

আয়োডিন, আয়রন ও জিংক-এর মত উপাদানসমৃদ্ধ ফর্টিফায়েড নুন এই ঘাটতি মেটাতে কার্যকর। ১৯৫০-র দশক থেকে শুরু হওয়া আয়োডাইজেশন অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে টাটা সল্ট-এর মত ব্র্যান্ড।

আজ, সুস্থ জীবনের লক্ষ্যে সচেতন খাবার নির্বাচন এবং ফর্টিফায়েড নুন ব্যবহারের বার্তাই জাতীয় পুষ্টি মাসের মূল আহ্বান।

By Business Bureau