কোভিড-মুক্ত হৃদরোগীদের কার্ডিয়াক চেক-আপ প্রয়োজন

যারা কোভিড-১৯’এর কবল থেকে রক্ষা পাচ্ছেন, তাদের মধ্যে হৃদরোগীদের জন্য কিছু বাড়তি সতর্কতা প্রয়োজন। অ্যাপোলো হসপিটালস গুয়াহাটির ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট ডাঃ ঋতুপর্ণা বড়ুয়া বলেছেন, কোভিড পজিটিভ হওয়া সব হার্টের রোগীদেরই নিরাময়ের পর সম্পূর্ণ হার্ট চেক-আপ করা দরকার, যাতে ভাইরাস জনিত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে থাকলে তার চিকিৎসা করা যায়। জটিলতাযুক্ত বা বিলম্বিত রোগনির্ণয়ের কারণে কোভিড-১৯ জনিত অসুস্থ হার্ট পরবর্তীকালে ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডাঃ বড়ুয়া।

ডাঃ ঋতুপর্ণা বড়ুয়া জানান, কোভিড-১৯ পজিটিভ হয়েছেন এমন হার্টের রোগীদের খুবই সতর্ক থাকা প্রয়োজন, কারণ দেখা গেছে কার্ডিয়োভাস্কুলার রোগে ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে কোভিড-১৯ জটিল উপসর্গ সৃষ্টি করতে ও বিপজ্জনক ফলের কারণ হয়ে উঠতে পারে। এজন্য কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর ‘কমপ্লিট ডায়াগনোসিস’ করা উচিত, যাতে ‘হার্ট ফেলিয়োর’ বা ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ প্রতিরোধ করা যায়। ডাঃ বড়ুয়ার মতে, এইসময় সকলেরই উচিত তাদের হার্টের সুস্থতা ও সার্বিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। ডাঃ বড়ুয়া বলেন, বর্তমানে যেহেতু বাইরে যাওয়া বা কাজকর্ম বন্ধ রাখতে হচ্ছে, সেজন্য শরীরকে সচল রাখতে কিছু ঘরোয়া ব্যায়াম করা উচিত। দীর্ঘদিনের অলস জীবনযাপন নানারকম রোগ ডেকে আনতে পারে। তাই, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। মানসিক চাপ ও দুঃশ্চিন্তা হ্রাস করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *