উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের নতুন ব্যাংকিং আউটলেট কলকাতায়

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড (ইউএসএফবিএল) কলকাতার ডালহৌসিতে তাদের নতুন ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে। এর মাধ্যমে এই রাজ্যে এই ব্যাঙ্কের আউটলেটের সংখ্যা হল ১৬। দেশের ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ব্যাঙ্কের ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা ৮৫৬। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোবিন্দ সিং বলেন, কলকাতার ডালহৌসিতে এই শাখাটি খোলার ফলে তাদের পরিষেবা ও প্রোডাক্টগুলি সর্বস্তরের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর লক্ষ্য হল বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করা, যার ফলে এই ব্যস্ত এলাকার ব্যবসায়ী সম্প্রদায় ও বাসিন্দাদের সুবিধা হবে।

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক গ্রাহকদের বিভিন্ন ফিনান্সিয়াল প্রোডাক্ট ও সার্ভিস দিয়ে থাকে। এগুলির মধ্যে রয়েছে: সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট, আবাসন ঋণ, ব্যবসায়িক ঋণ ও সম্পত্তির পরিবর্তে ঋণ, বিনিয়োগের সুযোগ ইত্যাদি। শাখার মাধ্যমে প্রদত্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে ডিজিটাল ব্যাংকিং সুবিধা ও এটিএম নেটওয়ার্ক, বিনিয়োগের সুবিধা ইত্যাদি। গ্রাহকরা শাখা, ২৪×৭ এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ও কল সেন্টারের মতো একাধিক চ্যানেলের মাধ্যমে তাদের ব্যাংকিং সংক্রান্ত প্রয়োজন মেটাতে পারেন। উৎকর্ষ এসএফবিএল ক্ষুদ্র-ব্যাংকিং ঋণ-এর (জেএলজি লোন) মাধ্যমে সুবিধাবঞ্চিত গ্রাহকদের আর্থিক পরিষেবা প্রদান করে। এছাড়া, এমএসএমই ঋণ ও ট্যাবলেট-ভিত্তিক অ্যাপ্লিকেশন অ্যাসিস্টেড মডেল ‘ডিজি অন-বোর্ডিং’-এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করা হয়ে থাকে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *