নিউ হল্যান্ড এগ্রিকালচারের নতুন ১২টি ডিলারশিপ

ভারতের কৃষকদের অত্যাধুনিক প্রযুক্তি-ভিত্তিক কৃষির সুযোগসুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে নিউ হল্যান্ড এগ্রিকালচার দেশের বিভিন্ন রাজ্যের ১২টি নতুন ডিলারশিপ চালু করেছে।

দেশের কৃষকরা যাতে অত্যাধুনিক প্রযুক্তির সুযোগ নিয়ে কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটাতে সক্ষম হন, সেজন্য নিউ হল্যান্ড এগ্রিকালচার জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১২টি নতুন ডিলারশিপ নিয়োগ করেছে মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে। নিউ হল্যান্ড এগ্রিকালচারের ডিলারশিপগুলি গ্রাহক ও কোম্পানির মধ্যে সংযোগরক্ষাকারীর ভূমিকা পালন করে। সদ্য উদ্বোধন হওয়া নতুন ডিলারশিপগুলি একদিকে ব্যবসাবৃদ্ধি করবে, অন্যদিকে নজর রাখবে যাতে গ্রাহকরা তাদের বিনিয়োগের বিনিময়ে উপযুক্ত সুফল গ্রহণ করতে সমর্থ হন। ১৯৯৬ সালে, নিউ হল্যান্ড এগ্রিকালচার একটি একক সংস্থা হিসেবে ভারতে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এই কোম্পানি ৩০০,০০০টি ট্রাক্টর বিক্রয়ে সমর্থ হয়েছে।

নিউ হল্যান্ড ট্রাক্টরগুলি যেমন শক্তিশালী, তেমনই বিভিন্ন ধরণের কাজের উপযোগী। নিউ হল্যান্ড সাফল্যের সঙ্গে দেশের ৫০০,০০০ জন গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে তাদের ৪৭০টির অধিক ডিলারশিপ ও ১০০০টির অধিক কাস্টমার টাচপয়েন্টের মাধ্যমে, যেগুলির মধ্যে আছে মেইন ডিলার, ডিলার ব্রাঞ্চ, স্যাটেলাইট ডিলার ও অনুমোদিত সার্ভিস সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *