ভক্সওয়াগেন পরিবারের নতুন সদস্য – ‘ভক্সওয়াগেন ভার্টাস’

ভক্সওয়াগেন পরিবারের নতুন সদস্য, বড়সড় ডিজাইনের ‘ভক্সওয়াগেন ভার্টাস’ হল প্রিমিয়াম মিড-সাইজ সিডান সেগমেন্টের নতুন অতিথি। এক ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে ভক্সওয়াগেন পেশ করল তাদের এই নতুন গ্লোবাল সিডান – ‘ভক্সওয়াগেন ভার্টাস’। নতুন ভার্টাস পাওয়া যাবে ছয়টি আকর্ষক এক্সটেরিয়র কলারে – ওয়াইল্ড চেরি রেড, কার্বন স্টিল গ্রে, রিফ্লেক্স সিলভার, কারকুমা ইয়েলো, ক্যান্ডি হোয়াইট ও রাইজিং ব্লু।

ওয়ার্ল্ড প্রিমিয়ারের পাশাপাশি ভক্সওয়াগেন ভার্টাস সিডানের প্রি-বুকিং শুরু হয়ে গেছে ভারতের ১৫১টি সেলস টাচপয়েন্টের মাধ্যমে। এছাড়া, ভক্সওয়াগেন ইন্ডিয়া ওয়েবসাইটের অনলাইন বুকিং প্লাটফর্মের মাধ্যমেও প্রি-বুকিং করা যাবে। নতুন ‘ভক্সওয়াগেন ভার্টাস’ পাওয়া যাবে অ্যাক্টিভ সিলিন্ডার টেকনোলজি-সহ ১.৫১ টিএসআই ইভিও ইঞ্জিন ও ১.০১ টিএসআই ইঞ্জিন – এই দুই ভেরিয়েন্টে।

ভক্সওয়াগেন ভার্টাসে রয়েছে একগুচ্ছ টেকনোলজি, এন্টারটেনমেন্ট ও কানেক্টিভিটি ফিচার্স, যেমন ২০.৩২সিএম ডিজিটাল ককপিট, ২৫.৬৫সিএম লার্জ টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিসটেম (অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো), ইলেক্ট্রিক সানরুফ, স্মার্ট-টাচ ক্লাইমাট্রনিক এসি, ৮টি স্পিকার, ওয়্যারলেস মোবাইল চার্জিং, ফ্রন্ট ভেন্টিলেটেড লেদার সিট ও মাইভক্সওয়াগেন কানেক্ট অ্যাপ। এসব ছাড়াও এই গাড়িতে রয়েছে ৪০টিরও বেশি অ্যাক্টিভ ও প্যাসিভ সেফটি ফিচার, যেমন ৬টি এয়ারব্যাগ, ইলেক্ট্রিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, মাল্টি-কলিশন ব্রেক, হিল-হোল্ড কন্ট্রোল, এলইডি হেডল্যাম্প, টায়ার প্রেসার ডিফ্লেশন ওয়ার্নিং ও রিভার্স ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *