উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে রিলায়েন্স ট্রেন্ডস–এর নতুন স্টোর

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নতুন স্টোর চালু করল ভারতের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল পোশাক এবং আনুষাঙ্গিক চেইন রিলায়েন্স ট্রেন্ডস। প্রকৃত অর্থে রিলায়েন্স ভারতে ফ্যাশনকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে।

ইসলামপুরের গ্রাহকরা রিলায়েন্সর এই নতুন স্টোরে  মহিলাদের  ট্রেন্ডি  পোশাক থেকে শুরু করে এবং সাশ্রয়ী মূল্যে পুরুষ ও বাচ্চাদের ট্রেন্ডি ও ফ্যাশনেবেল পোশাক পাবেন।  

৭১৬৬ বর্গফুটের এই স্টোরটি  ইসলামপুরে  ট্রেন্ডসের প্রথম স্টোর। উদ্বোধনী অফার রয়েছে- ৩,৯৯৯ টাকায় কেনাকাটায় রয়েছে ১৯৯ টাকার বিশেষ  আকর্ষণীয় উপহার। এছাড়াও গ্রাহকরা ২,৯৯৯ টাকার ক্রয়ের ওপর ৩,০০০ টাকার কুপন পাবেন একেবারে বিনামূল্যে৷

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *