‘নিসান ইভি৩৬জিরো’ – নিসানেরএই ১ বিলিয়ন পাউন্ডের ফ্ল্যাগশিপ ইলেক্ট্রিক ভেহিকেল (ইভি) হাব উদ্বোধন হল। একইসঙ্গে সৃষ্টি হল বিশ্বের প্রথম ইভি ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম। ইউকে’র সান্ডারল্যান্ডে স্থাপিত এই প্রকল্পের সাফল্যের ব্যাপারে আশা ব্যক্ত করেছেন নিসানের প্রেসিডেন্ট ও সিইও মাকোতো উচিদা ও নিসানের সিওও অশ্বনী গুপ্তা।
‘নিসান ইভি৩৬জিরো’ কার্বন প্রশমণে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা নেবে এবং জিরো-এমিশন মোটোরিংয়ের ক্ষেত্রে তৈরি করবে এক ৩৬০-ডিগ্রি সলিউশন। ইউকে’র প্রধানমন্ত্রী বরিস জনসন সান্ডারল্যান্ডে নিসানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
১ বিলিয়ন পাউন্ডের এই প্রকল্পে নিসান প্রায় ৪২৩ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে ইউকে’তে এক নব-প্রজন্মের সম্পূর্ণ ইলেক্ট্রিক ভেহিকেল উৎপাদনের জন্য। এই পরিবর্তনমুখী প্রকল্পে প্রাথমিকভাবে ১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে নিসান ও তাদের সহযোগীরা – এনভিশন এইএসসি (ব্যাটারি টেকনোজির ক্ষেত্রে এক অগ্রণী বিশ্বমানের সংস্থা) ও সান্ডারল্যান্ড সিটি কাউন্সিল। অটোমোটিভ ইন্ডাস্ট্রির ভবিষ্যতের ব্লুপ্রিন্ট তৈরি করার লক্ষ্যে ‘নিসান ইভি৩৬জিরো’ তিনটি উদ্যোগকে একসঙ্গে জুড়বে – ইলেক্ট্রিক ভেহিকেল, রিনিউয়েবল এনার্জি ও ব্যাটারি প্রোডাকশন।