১৫টি বিশ্ব বাজারে প্রসারিত হয়েছে নিসান ম্যাগনাইট

কোভিড মহামারীকে চ্যালেঞ্জ জানিয়ে ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর দর্শনে তৈরি নিসান ম্যাগনাইট কমপ্যাক্ট এসইউভি রপ্তানি বাজারে অবিশ্বাস্য সফলতা লাভ করেছে। উল্লেখ্য, বর্তমান সময় পর্যন্ত নিসান ম্যাগনাইট ১৫টি গ্লোবাল মার্কেটে রপ্তানি করা হয়েছে।কোভিড মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২০ সালের ডিসেম্বরে চেন্নাইতে লঞ্চের পর থেকে ৪২,০০০-রও বেশি ম্যাগনাইট তৈরি হয়েছে। 
শুধুমাত্র ভারতেই ৭৮,০০০বুকিং পেয়েছে ম্যাগনাইট। এছাড়াও বিদেশে পাঠানো হয়েছে আরও ৬,৩৪৪টি গাড়ি। এই কৃতিত্বের জন্য গ্লোবাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায় নিসান ইন্ডিয়া।গত বছর দক্ষিণ আফ্রিকা এবং ইন্দোনেশিয়ায় ম্যাগনাইটের সফল প্রবর্তনের পর নেপাল ভুটান, বাংলাদেশ, শ্রীলংকা, ব্রুনাই, উগান্ডা, কেনিয়া, সেশেলস, মোজাম্বিক, জাম্বিয়া, মরিশাস, তানজানিয়া এবং মালাউই-র গ্রাহকদের জন্যও উপলব্ধ ম্যাগনাইট। 
নিসান ম্যাগনাইট ইতিমধ্যেই বিবিসি টপ গিয়ার ইন্ডিয়া, অটোকার ইন্ডিয়া সহ ভারতে বেশ কয়েকটি হাই-প্রোফাইল অটোমোটিভ পুরস্কার জিতেছে এবং সম্প্রতি ২০২১ সালের দ্য রেস মাঙ্কি কার হিসাবে মনোনীত হয়েছে। নিসান মোটর ইন্ডিয়ার প্রেসিডেন্ট সিনান ওজকক বলেন, 'বিগ বোল্ড এবং বিউটিফুল' নিসান ম্যাগনাইট সারা বিশ্বের ১৫টি বাজারে রপ্তানি করতে পেরে আমরা গর্বিত।
By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *