নিভা বুপার ২০২৭ সালের মধ্যে প্রায় ১,১০০ এজেন্টকে অনবোর্ড করার পরিকল্পনা

আঞ্চলিক ব্যবসা সম্প্রসারণের অঙ্গ হিসেবে নদীয়া জেলায় পা রাখল নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স। এই নিভা বুপা হল ভারতের নেতৃস্থানীয় স্বাস্থ্য বীমা সংস্থা।  নিভা বুপার লক্ষ হল আগামী পাঁচ বছরের মধ্যে নদীয়ার প্রায় ৬,০০০ মানুষকে স্বাস্থ্য কভারেজের আওতায় আনা।  এছাড়া  গ্রাহকরা এই অঞ্চলের ১৫টি নেটওয়ার্ক হাসপাতালে বিনামূল্যে ভর্তির সুবিধা পাবেন। দেশ ব্যাপী ৮,৮০০টি হাসপাতালে তাদের  অ্যাক্সেস রয়েছে।

নিভা বুপা ২০২৭ সালের মধ্যে প্রায় ১,১০০ এজেন্টকে অনবোর্ড করার পরিকল্পনা করেছে। পর্যাপ্ত প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে  নিভা নারী ও গৃহিণীদের বীমা এজেন্ট হতে উৎসাহিত করবে। যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। নিভার লক্ষ হল আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ কোটি টাকার বেশি গ্রস লিখিত প্রিমিয়াম। বর্তমানে জাতীয় পর্যায়ে  ৪০টি শহরে নিভার উপস্থিতি রয়েছে। ২০২৩-২৪  অর্থবছরে নিভার লক্ষ ৬০০ টিরও বেশি শহরে তার উপস্থিতি কভার করা। 

নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স রিটেইল সেলসের  ডিরেক্টর  অঙ্কুর খারবান্দা বলেন,  পশ্চিমবঙ্গে নিভার সম্প্রসারণের কথা ঘোষণা করতে পেরে আমরা গর্বিত।  ব্যবসায়িক বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *