১০ ডিসেম্বর থেকে গুয়াহাটির ডাউন টাউন ইউনিভার্সিটি (AdtU)ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলেছে সপ্তম AdtU জব ফেয়ার। এই ইভেন্টের মাধ্যমে চাকুরিপ্রার্থীদের দেশের বড় বড় সংস্থায় চাকুরির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আদানি গ্রুপ, রিলায়েন্স জিওইনফোকম, ডাবর, বাইজুস, ব্রিটানিয়া লিমিটেড, ম্যারিকো লিমিটেড, টপসেম, হাইক এডুকেশন, রেডিসন ব্লু, নারিয়ানা হাসপাতাল, লুলু গ্রুপ ইন্ডিয়া সহ প্রায় ৫০টি নামীদামী সংস্থাকে এই জব ফেয়ারে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে AdtU ।
প্রসঙ্গত জব ফেয়ারের একদিন পর অর্থৎ ১১ ডিসেম্বর AdtU ক্যাম্পাসে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে চলেছে প্রথম জাতীয় স্তরের এইচআর কনক্লেভ। যা উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ কনক্লেভ হিসেবে পরিচিতি পেতে চলেছে।এই জব ফেয়ারের লক্ষ্য হল কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্ম প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ম্যানেজমেন্টের মত কিছু বিশেষ ক্ষেত্রে চাকুরীর সুযোগ করে দেওয়া।
আসাম ডাউন টাউন ইউনিভার্সিটির উপাচার্য ডাঃ এনসি তালুকদার বলেন, মহামারীর কারণে আজ চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে এই ধরনের কনক্লেভের লক্ষ্য হল কর্ম প্রার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি করে দেওয়া।