‘Not An Accidental Rise’ দার্জিলিংয়ে প্রকাশ পেল

আজ দার্জিলিংয়ে প্রকাশ পেল ডঃ দীপমালা রোকার লেখা হর্ষ বর্ধন শ্রিংলার জীবনী Not An Accidental Rise। বইটিতে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব এবং বর্তমানে ভারতের G20 প্রেসিডেন্সির প্রধান সমন্বয়কারী হর্ষবর্ধন শ্রিংলার জীবন ও কর্মজীবনের কথা তুলে ধরা হয়েছে। যিনি দার্জিলিং এবং সিকিমের বাসিন্দা। ইংরেজি সংস্করণ ছাড়াও এই অঞ্চলের সর্বাধিক কথ্য ভাষা নেপালি ভাষায় বইটির একটি ডিজিটাল অনুবাদও চালু করা হয়েছে।

সিকিম ইউনিভার্সিটি গ্যাংটকের আন্তর্জাতিক বিভাগের সহকারী অধ্যাপক ডঃ দীপমালা রোকা তাঁর লেখা বইটিতে হর্ষ বর্ধন শ্রিংলার দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অভিজ্ঞতাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর মতে Not An Accidental Rise হল একটি উল্লেখযোগ্য কূটনৈতিক ক্যারিয়ার গঠনের জন্য নিখুঁত দৃঢ়তা এবং কঠোর পরিশ্রমের প্রতিফলন।

দার্জিলিংয়ে বই প্রকাশ উপলক্ষে হর্ষ বর্ধন শ্রিংলা দার্জিলিংয়ের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি শক্তিশালী বার্তা পাঠিয়ে বলেন,  দার্জিলিং শহর এবং দার্জিলিং জেলার তরুণদের তাঁদের দক্ষতা প্রমাণের জন্য আরও ভাল সুযোগ দিতে হবে। যাতে তারা নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেন।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *