NSDC Pernod Ricard ইন্ডিয়ার সাথে সহযোগিতা করেছে

লাইভলিহুড স্কিল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের প্রশিক্ষিত করতে বহুজাতিক  অ্যালকোহল সংস্থা Pernod Ricard-এর সাথে এমওইউ / মউ স্বাক্ষর করল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ / MSDE মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন / NSDC। Pernod Ricard-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়াশিকা সিং ও NSDC-র সিইও,বেদ মণি তিওয়ারির মধ্যে এই মউ স্বাক্ষরিত হয়েছে।

এই মউ স্বাক্ষরের মাধ্যমে লাইভলিহুড প্রজেক্টের সাথে সামঞ্জস্য রেখে ভারতে একটি দক্ষ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষে মুম্বাইতে ২৪০ জন ট্রান্সজেন্ডারদের কাজের বাজারের ট্রে্ড  অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তাঁরা কাজ করে নিজের  পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন।

লাইভলিহুড প্রজেক্টের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের দুই ধরনের ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিং গুলি হল – ১) কর্মসংস্থান-ভিত্তিক দক্ষতা। যার মাধ্যমে লিঙ্গ-ভিত্তিক দক্ষতার ব্যবধান পূরণ করে দক্ষ কর্মীর ক্রমবর্ধমান চাহিদা মেটানো হবে। এবং ২)  কলঙ্ক, অপব্যবহার এবং বৈষম্য মোকাবেলার জন্য ট্রান্সজেন্ডারদের প্রশিক্ষিত করা হবে। 

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *