এনটিএসই’র শীর্ষস্থানে আকাশ লাইভের অর্ণব পাতি

নিজের ইনস্টিটিউট ও গোটা রাজ্যকে গর্বিত করে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এগজামিনেশনের (এনটিএসি) স্টেজ-১’এ পশ্চিমবঙ্গে শীর্ষস্থান দখল করেছে আকাশ লাইভের ছাত্র অর্ণব পাতি। এই জাতীয়স্তরের পরীক্ষায় অর্ণব পাতি ২০০ নম্বরের মধ্যে ১৯১ পেয়েছে এবং পরীক্ষার পরবর্তী ধাপে বসার যোগ্যতা অর্জন করতে পেরেছে।

বিপুল সাফল্যের জন্য অর্ণব পাতিকে অভিনন্দন জানিয়েছেন আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধরি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে শীর্ষস্থান দখলের মতো সাফল্য পাওয়ায় অর্ণবের জন্য তারা গর্বিত বোধ করছেন। এই সাফল্যের পেছনে রয়েছে অর্ণবের কঠোর পরিশ্রম, তার অভিভাবকদের সহায়তা ও আকাশের ‘কোয়ালিটি টেস্ট প্রিপারেশন’। প্রসঙ্গত, আকাশ ইনস্টিটিউট শিক্ষার্থীদের ‘অ্যাকাডেমিক সাকসেস’ অর্জনে সাহায্য করে। শিক্ষাক্রম ও কনটেন্ট ডেভেলপমেন্টের জন্য এই ইনস্টিটিউটের রয়েছে নিজস্ব ন্যাশনাল অ্যাকাডেমিক টিম পরিচালিত একটি সেন্ট্রালাইজড ইন-হাউস প্রসেস, সেইসঙ্গে ফ্যাকাল্টি ট্রেনিং ও মনিটরিং।

বর্তমানে এনটিএসই স্কলারশিপ দেওয়া হয় সায়েন্স ও সোস্যাল সায়েন্স ক্ষেত্রে ডক্টরাল লেভেল পর্যন্ত এবং মেডিসিন ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রফেশনাল কোর্সের সেকেন্ড-ডিগ্রি লেভেল পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবার জন্য। দ্বি-স্তরীয় সিলেকশন প্রসেসের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *