টলিউডের পর এবার বলিউড যুক্ত হচ্ছে রাজ্যের শাসক শিবিরের সাথে। এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ এখন গোয়া এবং ত্রিপুরা। এবার সমুদ্র রাজ্যে নিজের সাম্রাজ্য বিস্তার করতে এবং সবুজ ঝড় তুলতে আগামী ২৮ অক্টোবর অর্থাৎ আগামী সপ্তহেই গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার গোটা দেশ দেখতে চলছে তৃণমূল-বিজেপির লড়াই। গোয়ায় ইতিমধ্যেই অনেকেই যোগ দিয়েছেন তৃণমূলে। এবার গোয়া রাজনৈতিক মহলের কাছে ফের বড় চমক আসতে চলেছে। জানা গিয়েছে বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকার তৃণমূলে যোগ দিতে পারেন।
জানা গিয়েছে, সমস্ত কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহ অর্থাৎ মমতার গোয়া সফরের সপ্তাহেই তৃণমূলে যোগ দিতে পারেন এক সময়ের বলিউডের নামকরা অভিনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়াতে তৃণমূলে যোগ দেবেন নাকি তার আগেই ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন তা এখনও ঠিক হয়নি। এই নিয়েই এখন গোয়া রাজনীতিতে খই ফুটছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেরিওর তৃণমূলে যোগের পর থেকেই সমুদ্র রাজ্যে ঘাসফুল শিবিরের মূল শক্ত হচ্ছে। জানিয়ে রাখা ভাল, আজ দুপুরেই দুপুরে পানাজিতে ‘ইলেকশন ক্যাম্পেইন’ ক্যাম্পেন লঞ্চ করবেন তৃণমূল। সেখানে থাকবেন, সাংসদ সৌগত রায় , সাংসদ ডেরেক’ও ব্রায়ান এবং সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়।
শোনা যাচ্ছে, যদি বর্ষা তৃণমূলে যোগ দেন তাহলে তাঁকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হতে পারে আগামী দিনে। তবে ৫৩ বছর বয়সি বলিউড অভিনেত্রী বর্ষার যোগদান নিয়ে তৃণমূলের কেউ মুখ খোলেননি। তবে রাজনৈতিক মহলের মতে যদি এই অভিনেত্রী যোগ দেন তবে গোয়াতে হিন্দু ভোটে অনেকটাই প্রভাব পড়বে। ইতিমধ্যেই গোয়াতে ঘাঁটি গেড়েছে তৃণমূলের শীর্ষ নেতারা। বিজেপিকে গোয়াতে হারানোর মরিয়া প্রচেষ্টা এখন থেকেই শুরু করেছে তৃণমূল।
উল্লেখ্য, ২০২২ সালে গোয়াতে ৪০ আসনের নির্বাচন হবে। জানিয়ে রাখা ভালো বর্তমানে গোয়া বিধানসভায় ৪০ আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ২৭, কংগ্রেসের ৫, গোয়া ফরোয়ার্ড পার্টির ৩, ন্যাশালসিস্ট কংগ্রেস পার্টির হাতে ১, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির হাতে ১ ও নির্দলদের হাতে রয়েছে ৩টি আসন। সেই ছবি এবার বদলে দিতে চাইছে তৃণমূল। আগামী দিনে গোয়ায় কি হয় সেই দিকেই তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল।