চালু হল অ্যামাজনের ইউনিফায়েড স্টোর

অ্যামাজন তাদের দুটি গ্রসারি স্টোর ফ্রেশ এবং প্যান্ট্রিকে অ্যামাজন ফ্রেশ নামে একটি একক ইউনিফায়েড স্টোরে একএিত করল। দেশব্যাপী  ৩০০-রও বেশি শহরে অ্যামাজনের এই পরিষেবা পাওয়া যাবে। এই অনলাইন ডেস্টিনেশন থেকে গ্রাহকরা সেভিংসের দুর্দান্ত অফার পাবেন।

অ্যামাজন হল একটি কাস্টমার অবসেসড কোম্পানি। যা সবসময়ই গ্রাহকদের মতামতকেই গুরুত্ব দেয়। তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই অ্যামাজন ফ্রেশের এই ইউনিফায়েড স্টোরে গ্রসারি পণ্য সামগ্রীর এক বিশাল সম্ভার রেখেছে এবং দামের দিক থেকেও গ্রাহকদের স্বাচ্ছন্দ্য প্রদান করছে। উল্লেখ্য, এই নতুন অ্যামাজন ফ্রেশ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ১৪ টি শহরের গ্রাহকরা সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত দুই ঘণ্টার ডেলিভারি স্লট উপভোগ করতে পারবেন। গ্রসারি শপিং-র জন্য একটি ডেডিকেটেড অ্যাপ-ইন-অ্যাপ চালু করেছে অ্যামাজন।

অ্যামাজনের তরফ থেকে সিদ্ধার্থ নাম্বিয়ার জানিয়েছেন, অ্যামাজনের কাছে গ্রাহকই শেষ কথা। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমরা নির্ধারিত কয়েকটি শহরে প্যান্ট্রি স্টোর আর ফ্রেশ-কে সংযুক্তকরার কথা ঘোষণা করেছিলাম। আর আজ তা করতে পেরে আমরা খুবই গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *