‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এর প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী

পরিচালক বিবেক অগ্নিহোত্রী ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’ দিয়ে লাইমলাইটে এসেছেন। পরিচালক সিনেমাটির প্লট এবং সত্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। পর্দায় বিতর্কিত ইতিহাস ও সমালোচনার মুখে পড়েন। কিন্তু তার সাফল্য থেমে থাকেনি।

তার কাশ্মীর ফাইলস বছরের সবচেয়ে সফল চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়। এবার ভারতীয় ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় করলেন পরিচালক। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি।
এই মুহূর্তে ভারতে ঝড় তুলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। সিনেমা হলগুলোতে দর্শকদের প্রথম পছন্দ ‘জওয়ান’। মুক্তির চার সপ্তাহ পরেও, এটি এখনও প্রেক্ষাগৃহ কাঁপিয়ে চলেছে। ‘জওয়ান’-এর এই ঝড়ে মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। তাই বক্স অফিসে তেমন সাড়া পাচ্ছে না ছবিটি।

কিন্তু বক্স অফিস সংখ্যা যাই হোক না কেন, ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা জিতেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সাম্প্রতিক বক্তৃতায় চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমা টিকে স্বাগত জানিয়েছেন। তিনি যোধপুরে সিনেমা সম্পর্কে কথা বলেছিলেন এবং সিনেমার মাধ্যমে সঠিক বার্তা দেওয়ার জন্য এর পিছনে থাকা দলকে ধন্যবাদ জানান।

এমনকি আমাদের নারী বিজ্ঞানীরাও এমন বিস্ময়কর কাজ করেছেন। এই সব দিকই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। আমাদের বিজ্ঞানীরা কী করেছেন তা জেনে মুভিটি দেখে ভারতীয়রা গর্বে ভরে উঠেছে। বিজ্ঞানী ও বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরার জন্য আমি এই ছবির নির্মাতাদের অভিনন্দন জানাই।”

এদিকে, প্রধানমন্ত্রীর অভিবাদন পেয়ে বিবেক টুইট করেছেন, ‘আমি শুনে খুশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নেতৃত্বে দেশীয় ভ্যাকসিনের বিকাশে ভারতীয় বিজ্ঞানীদের, বিশেষ করে মহিলা বিজ্ঞানীদের অবদানকে স্বীকৃতি দিয়েছেন। নারী বিজ্ঞানীরা আমাকে ডেকে আবেগাপ্লুত হয়ে পড়েছেন যে, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ভাইরোলজিস্টদের প্রশংসা করলেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

‘দ্য ভ্যাকসিন ওয়ার’ পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী, প্রযোজনা করেছেন পল্লবী জোশী এবং আই অ্যাম বুদ্ধ। এটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ২৮ সেপ্টেম্বর মুক্তি পায়। এতে অভিনয় করেছেন নানা পাটেকর, সপ্তমী গৌড়া, পল্লবী জোশী, রাইমা সেন, অনুপম খের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *