আতঙ্কিত বলিউড, ইমেল করে খুনের হুমকি কপিল শর্মাকে  

পুলিশ সূত্রে খবর, কপিল শর্মাকে পাকিস্তান থেকে ইমেল-এর মাধ্যমে খুনের হুমকি আসে। শুধুমাএ কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজ়ার কাছেও এসেছে এই রকম হুমকিবার্তা। সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এখনও আতঙ্কে বলিউড। এরই মধ্যে আবার আতঙ্ক মুম্বই শহরের টিনসেল টাউনে। এ বার হুমকির বার্তা এসেছে কৌতুকশিল্পী কপিল শর্মার কাছে। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে।       

এক অপরিচিত ব্যক্তির বিপক্ষে মুম্বাইয়ের অম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে। পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে সেখানে বলা হয়েছে, ‘‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষযকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতি দিনের জীবনযাপনের উপর নজর রাখছি।’’ হুমকির বার্তাটি এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, এটাও বলা হয়েছে।         

সইফের ঘটনার পর এই হুমকিবার্তা আসায় আবার আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে সইফের বাড়িতে ঢুকে মধ্যরাতে হামলা করে এক দুষ্কৃতী। চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের এক ব্যক্তি সইফের বাড়িতে ঢুকেছিলো, এমনটাই জানিয়েছেন মুম্বই পুলিশ। সেই রাতে সইফ বাধা দিতে গেলে তাঁর উপর চড়াও হন শরিফুল নামে সেই হামলাকারী। ছ’বার ছুরি দিয়ে আঘাত করায় রক্তাক্ত হন অভিনেতা। জানা গিয়েছে শরিফুল বাংলাদেশের বাসিন্দা। সে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলো।           

By Banasree Sarkar