পতৌদি প্যালেস সইফ আলি খানের পরিবারের ঐতিহ্য

সইফ আলি খানের পতৌদি প্যালেস বরাবরই উৎসাহ ভক্তদের মধ্যে। এবার সকলের শখ নিজেই পূরণ করলেন ছোটে নবাব। নিজেই দেখালেন প্যালের আনাচ-কানাচ। মার্কেট রিপোর্ট বলছে পতৌদি প্যালেসের বাজারমূল্য বর্তমানে এই মুহূর্তে বাজার দাম ৮০০ কোটি টাকা। এখানে রয়েছে ১৫০টির মতো ঘর। চোখ ধাঁধানো ফাউন্টেন থেকে সুইমিং পুল, কাঠের দামি দামি আসবাব– কী নেই এখানে। সাদা মার্বেলে তৈরি প্রাসাদটির চারিদিকে ঘন সবুজের ছোঁযা।গাছ-গাছালিতে ঘেরা এক শান্তির নিবাস। যেখানে গিয়ে সময় পেলেই থাকেন সইফ-করিনা তাঁদের দুই ছেলেকে নিয়ে। আসেন সোহা-সাবারা।

 সামনেই রয়েছে এই বড় সুইমিং পুলটা। যে কোনও ফাইভ স্টার হোটেলের থেকেও বেশি সাজানো-গোছানো। বাড়ির অন্দরমহলে ঢোকার রাস্তাটা সব পুরনো ছবিতে সাজানো। পরিবারের আভিজাত্য যেন চোখের সামনে জ্বলজ্বল করবে যে কারও। দেওয়ালের একাংশে রয়েছে মনসুর আলি খান পতৌদির ছবি, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে। বসার ঘর গুলির মধ্যে একটি এমন যেখানে বড় বড় লেদার আর কাঠের সোফা। স্টাডি রুমেও ভারি ভারি কাঠের আসবাব। আলমারিতে ভরা বই। একথা সকলেই জানেন পড়াশোনার ঝোঁক রয়েছে সইফের। বিভিন্ন বিষয় নিয়ে পড়েন অবসরে। 

সইফ-সোহার রয়েছে নিজেদের ক্লোদিং লাইন ‘হাউজ অফ পতৌদি’। তারই বিজ্ঞাপনে নিজেদের প্যালেস ঘুরে দেখিয়েছেন ছোটে নবাব। পরিবারের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই চান সইফ। আর সে কারণেই ঢেলে সাজিয়েছেন এই প্রাসাদকে। বেশ কিছু সিনেমার শ্যুটিংও হয়েছে এখানে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *