ছবি মুক্তি আগে থেকেই এই ছবি নিয়ে প্রত্যাশা ছিলো অনেক। আর মুক্তির দিন থেকেই এই ছবি যে ঝড় তুলেছে তা এখনই থামছে না। ইতিমধ্যেই দ্রুততম ১০০, ২০০, ৩০০ কোটির ব্যবসা করেছে বলিউড বাদশা শাহরুখ খানের ছবি ‘পাঠান’। এও জানা গেল, বিশ্বে ৪০০ কোটির ব্যবসায় মাইলফলকও টপকে গিয়েছে ‘পাঠান’। অন্যদিকে, দেশের রাষ্ট্রপতি ভবনেও এই ছবি প্রদর্শিত হয়েছে বলে খবর।
নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে প্রদর্শিত হল ‘পাঠান’। সেখানে বলিউডের ‘বাদশা’র ছবি উপভোগ করলেন সরকারি আধিকারিকরা। সমাজমাধ্যমে সেই প্রদর্শনের ছবি শেয়ার করেছেন এসএম খান যিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সচিব ছিলেন। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে দর্শকের মধ্যে ছিলেন তিনিও। উল্লেখ্য, শনিবার পর্যন্ত ‘পাঠান’ ছবির ব্যবসা আরও আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। প্রথম দুদিনে তো ইতিহাস সৃষ্টি করেছে এই ছবি। বাকি দিনগুলিতেও একই রকম দাপট দেখা যাচ্ছে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মাত্র চার দিনই বিশ্বব্যাপী ৪০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। শনিবার পর্যন্ত বিশ্বের বক্স অফিসে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি টাকা। এখনও পর্যন্ত দেশে ছবিটি ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে। বিশ্বব্যাপী আয় ১৬৪ কোটি টাকা। অনন্য নজির গড়ে মুক্তির প্রথম ৪ দিনের মধ্যে ৩ দিনই ছবিটি ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।