নগাঁওতে পেপারফ্রাই-এর নতুন স্টুডিয়ো

ভারতের অগ্রণী ই-কমার্স ফার্নিচার ও হোম গুডস কোম্পানি পেপারফ্রাই আসামের  নগাঁওতে লঞ্চ করল তাদের প্রথম স্টুডিয়ো। বর্তমানে পেপারফ্রাই-এর ২০০টিরও বেশি স্টুডিয়ো রয়েছে দেশের ১০০টিরও বেশি শহরে।

নগাঁওতে পেপারফ্রাই-এর নতুন স্টুডিয়োটি লঞ্চ হয়েছে লাইফকুজ বিল্ডমার্ট ট্রেডার্সের সঙ্গে পার্টনারশিপে। এই নতুন স্টুডিয়োতে গ্রাহকরা ফার্নিচার ও হোম প্রোডাক্টের বিশাল সম্ভারের সন্ধান পাবেন, সেইসঙ্গে পাবেন কোম্পানির ইন্টেরিয়র ডিজাইন কনসাল্টেন্টদের ‘স্পেশালাইজড ডিজাইন অ্যাডভাইস’। পেপারফ্রাই স্টুডিয়োগুলি ভারতের রিটেল ফার্নিচার ব্যবসার চিত্রের আমূল পরিবর্তন ঘটিয়েছে। বর্তমানে তাদের ইউনিক পার্টনারের সংখ্যা ৯০-এরও বেশি।

পেপারফ্রাই ফ্র্যাঞ্চইজি বিজনেস মডেল লঞ্চ হয়েছে ২০১৭ সালে। এতে অন্তর্ভুক্ত রয়েছে: অর্ডার ফুলফিলমেন্ট, আফটার সেলস সার্ভিস, স্টুডিয়ো ডিজাইন, লঞ্চ ও সেট-আপের ব্যাপারে সহায়তা, অপারেশনাল গাইডেন্স, মার্কেটিং ও প্রোমোশন। ২০২১ সালে চালু হওয়া পেপারফ্রাই অ্যাক্সিলারেটর প্রোগ্রামের উদ্দেশ্য হল পেপারফ্রাই-এর অফলাইন ফুটপ্রিন্টের প্রসারণ। এই মডেলে ফ্র্যাঞ্চাইজি পার্টনারদের মাত্র ১৫ লক্ষ টাকা ন্যূনতম মূলধন প্রয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *