পেপসির স্মরণীয় স্লোগান ‘ইয়ে দিল মাঙ্গে মোর’

ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে পেপসি লঞ্চ্‌ করল লিমিটেড-এডিশন ক্যান এবং কার্গিলের ‘শের শাহ্‌’ ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও অন্যান্য সাহসী জওয়ানদের জন্য এক বীরগাথা।

এই লিমিটেড-এডিশন ক্যানগুলিতে তুলে ধরা হয়েছে পেপসি’র আইকনিক স্লোগান ‘ইয়ে দিল মাঙ্গে মোর’, যে স্লোগানকে অমর করে দিয়েছেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। পেপসি’র শ্রদ্ধাঞ্জলীর মধ্য দিয়ে ক্যাপ্টেন বাত্রা ও তাঁর সহকর্মীদের শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে, যারা পেপসি ব্র্যান্ডের ট্যাগলাইনকে ভারতের ইতিহাসে স্থায়ী করে দিয়েছেন। লিমিটেড-এডিশন ক্যানগুলিতে রাখা হয়েছে একটি কিউআর কোড, যার মাধ্যমে ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রতি পেপসি’র শ্রদ্ধাপ্রকাশ প্রত্যক্ষ করা যাবে। এই বীরগাথা বর্ণনা করেছেন ক্যাপ্টেন বাত্রার যমজভাই বিশাল বাত্রা। আগস্ট মাসে ভারতের স্বাধীনতার ৭৪তম বর্ষে এই লিমিটেড-এডিশন ক্যান পাওয়া যাবে নির্বাচিত ই-কমার্স চ্যানেলগুলি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *