ফাইজারের সহায়তায় ক্যান্সার কেয়ার প্রোগ্রাম

২০২০ সাল থেকে টাটা ট্রাস্টস ক্যান্সার কেয়ার প্রোগ্রামের প্রতি ফাইজারের সহায়তা আসাম, ঝাড়খণ্ড ও অন্ধ্র প্রদেশ জুড়ে অসংক্রামক রোগ (এনসিডি) ও ক্যান্সারের জন্য ৭০,০০০ জনকে তালিকাভুক্ত ও স্ক্রিনিং করতে সাহায্য করেছে৷ এক ঘোষণায় একথা ফাইজার।

ফাইজার (Pfizer) টাটা ট্রাস্টস-এর স্পেশাল পারপাস ভেহিকেল, আলামেলু চ্যারিটেবল ফাউন্ডেশনের (এসিএফ) ক্যান্সার কেয়ার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে তাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস কিয়স্ক স্থাপন, কমিউনিটি স্ক্রিনিং-এর ব্যবস্থা ও ভার্চুয়াল পেশেন্ট হেল্পডেস্ক স্থাপনে সহায়তা করেছে এবং আসামের ডিফু ও শিলচর (সেইসঙ্গে রাঁচি, ঝাড়খণ্ড ও অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে) আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।  ফাইজার ও টাটা ট্রাস্টসের পার্টনারশিপের উদ্দেশ্য হল সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগনির্ণয় ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা কমিয়ে আনা, যাতে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সাধারন মানুষ, রোগী ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সহায়তা প্রদান করা সম্ভব হয়।

ভারতের মধ্যে আসামে নতুন করে ক্যান্সার আক্রান্ত হওয়ার হার সবথেকে বেশি, আর সেই কারণে ফাইজারের এই বিশেষ উদ্যোগ। আসামের ডিফু ও শিলচর, ঝাড়খণ্ডের রাঁচি এবং অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে ফাইজার ও টাটা ট্রাস্টসের পার্টনারশিপের অঙ্গ হিসেবে যেসব উদ্যোগকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি হল – হেলথ অ্যান্ড ওয়েলনেস কিয়স্ক, ভার্চুয়াল পেশেন্ট হেল্পডেস্ক, পেশেন্ট রেফারেল, ট্র্যাকিং প্ল্যাটফর্ম এবং কমিউনিটি আউটরিচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *