রোহিত শেট্টীর সৌজন্যে দেশবাসীর কাছে ‘সিংহম’ এক জনপ্রিয় সিনেমা। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অজয় দেবগণকে। যাকে কেন্দ্র করে রোহিত বানিয়েছেন নিজের কপ ইউনিভার্স। তাতে একে একে যোগ দিয়েছেন ‘সূর্যবংশী’ অক্ষয় কুমার, ‘সিম্বা’ রণবীর সিং। কিন্তু সিংহম ছবির মতো পুলিস যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে সমস্যা আছে। তাই এইধরনের ছবি সমাজের ক্ষেত্রে বিপজ্জনক বার্তা দেয়, বলে দাবি করলেন বম্বে হাইকোর্টের বিচারপতি গৌতম প্যাটেল।
শুক্রবার ইন্ডিয়ান পুলিস ফাইন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি বলেন, ‘পুলিস দুর্নীতিগ্রস্ত, এমনটাই মত সাধারণ মানুষের। শুধুই পুলিস নয়, বিচারপতি, রাজনৈতিক নেতা, সাংবাদিকদের ক্ষেত্রেও এই একই কথা বলেন অনেকে। মানুষ যখন ভাবতে শুরু করে আদালত তাঁদের কাজ করছেন না, তখন পুলিসের হস্তক্ষেপে আনন্দ হয়। ধর্ষণে অভিযুক্ত একজন ব্যক্তি যখন পালাতে গিয়ে পুলিসের এনকাউন্টারে মারা যায় তখন সাধারণ মানুষ সেটাকে সমর্থন করে। সকলে মনে করেন সঠিক কাজ হয়েছে, বিচার মিলেছে। কিন্তু এইভাবে কী বিচার মেলে?’ প্রশ্ন তুলেছেন বিচারপতি।
এরই সঙ্গে অজয় দেবগণ অভিনীত সিংহম ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সিনেমাতে পুলিস নায়ক হলে একজন বিচারপতিকে ভীতু দেখানো হয়। সেই বিচারপতি বিচার দিতে ব্যর্থ এটাও বোঝানো হয়। আর তখনই দেখা যায়, সেখানে পুলিস নিজের হাতেই আইন তুলে নিচ্ছে।’ ওই ছবির একটি দৃশ্য প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘এই সিনেমার ক্লাইম্যাক্সে দেখা যাচ্ছে কীভাবে গোটা পুলিস ফোর্স রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করা প্রকাশ রাজকে শাস্তি দিচ্ছে। এটা সমাজে খুবই বিপজ্জনক বার্তা দেয়। এত অধৈর্য কেন? বিচারের জন্য একটি পদ্ধতি আছে। আইনি প্রক্রিয়াতেই বিচার হবে কে অপরাধী আর কে নয়। হ্যাঁ মানছি সেই পদ্ধতিতে অনেক দেরী হয়ে যায়। কারণ অভিযুক্তদেরও অধিকার কেড়ে নেওয়া যায় না।’